বিপিএলের সিলেট পর্ব শুরু হচ্ছে আজ সোমবার। এই পর্বের উদ্বোধনী ম্যাচে রংপুর রাইডার্সের মুখোমুখি হচ্ছে সিলেট স্ট্রাইকার্স। চলতি বিপিএলে দ্বিতীয়বারের মতো রংপুরের বিপক্ষে মাঠে নামছে সিলেট। এর আগে শেরে বাংলায় প্রথম ম্যাচে সিলেটকে ৩৪ রানে হারিয়েছিল রংপুর।
সোমবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রতিশোধ নেওয়ার ম্যাচে টসভাগ্য সহায় হয়নি সিলেটের। টস জিতেছের রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান। সিলেট অধিনায়ক আরিফুল হককে ব্যাটিং আহ্বান জানিয়েছেন তিনি।
এখন পর্যন্ত ৩ ম্যাচের সবগুলোতে জিতে টেবিলের শীর্ষে রংপুর। সবার নিচে এক ম্যাচ খেলা সিলেট। টেবিলের দিকে তাকিয়ে সবাই এগিয়ে রাখবেন রংপুরকেই। তবে টি-টোয়েন্টিতে কখন কী হয় বলা মুশকিল। তাছাড়া সিলেট খেলবে তাদের হোম স্টেডিয়ামে। দর্শকদের সমর্থনও পাবে তারা। যে কারণে লড়াইয়ে সিলেটকে দুর্বল ভাবার কোনো কারণ নেই।
সিলেট স্ট্রাইকার্স একাদশ:
রনি তালুকদার, জর্জ মুন্সে, জাকির হাসান (উইকেটরক্ষক), পল স্টার্লিং, জাকের আলী, আরিফুল হক (অধিনায়ক), অ্যারন জোনস, তানজিম হাসান সাকিব, নিহাদুজ্জামান, রিচি টপলি, আল-আমিন হোসেন।
রংপুর রাইডার্স একাদশ:
অ্যালেক্স হেলস, মোঃ আজিজুল হাকিম তামিম, নুরুল হাসান (অধিনায়ক ও উইকেটরক্ষক), খুশদিল শাহ, ইফতিখার আহমেদ, সাইফ হাসান, শেখ মেহেদী, মোহাম্মদ সাইফুদ্দিন, রকিবুল হাসান, নাহিদ রানা, আকিফ জাভেদ।
এমএইচ/এমএস
from jagonews24.com | rss Feed https://ift.tt/2hbaF4y
via IFTTT