ডাকাতিকালে ৩ জলদস্যুকে আটক করে কোস্ট গার্ডে দিলেন জেলেরা

সুন্দরবনের দুবলার চরের জেলে পল্লীতে হামলা ও জেলেদের জিম্মি করার সময় তিন জলদস্যুকে আটক করেছেন জেলেরা। পরে তাদেরকে দুবলার চরের কোস্ট গার্ড স্টেশনে হস্তান্তর করা হয়। এ সময় তাদের থেকে অস্ত্র ও গুলিসহ ভারতীয় কাগজপত্র পাওয়া যায়।

রোববার (২৬ জানুয়ারি) রাতে এ ঘটনা ঘটে।

ডাকাতিকালে ৩ জলদস্যুকে আটক করে কোস্ট গার্ডে দিলেন জেলেরা

দুবলা ফিশারম্যান গ্রুপের চেয়ারম্যান মো. কামাল উদ্দিন আহম্মেদ জানান, রাত ১১টার দিকে দুবলার চরে একটি ফিশিং ট্রলারে করে ১০-১২ জনের দস্যুদের একটি দল দুই ভাগে বিভক্ত হয়ে জেলেদের ওপর হামলা চালায়। এসময় বেশ কয়েকজন জেলেকে তারা জিম্মি করে। দস্যুদের একটি গ্রুপ চরের দক্ষিণ দিকে চলে যায়। অন্য গ্রুপটি পাঁচজন জেলেকে জিম্মি করে রাখে। পরে জিম্মি জেলেদের চিৎকারে অন্য জেলেরা ছুটে এসে প্রতিরোধ গড়ে তোলে ও ভারতীয় তিন দস্যুকে আটক করেন।

তিনি আরও জানান, এসময় তাদের থেকে দেশীয় একটি অস্ত্র ও গুলিসহ ভারতীয় কিছু কাগজপত্র উদ্ধার করেন জেলেরা। পরে রাতেই দস্যুদেরকে অস্ত্র-গুলিসহ কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করা হয়।

নাম প্রকাশ না করার শর্তে কোস্ট গার্ড পশ্চিম জোনের এক কর্মকর্তা বলেন, এ বিষয়ে অভিযান চলছে। পরে বিস্তারিত জানানো হবে।

আবু হোসাইন সুমন/এফএ/জিকেএস



from jagonews24.com | rss Feed https://ift.tt/d9b4IjW
via IFTTT
Post a Comment (0)
Previous Post Next Post