বাণিজ্যমেলায় ৫০০ ধরনের খাদ্যপণ্য প্রদর্শন করছে প্রাণ

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় প্রায় ৫০০ ধরনের খাদ্যপণ্য নিয়ে হাজির হয়েছে দেশের শীর্ষস্থানীয় কৃষিপ্রক্রিয়াজাত খাতের প্রতিষ্ঠান প্রাণ। ঢাকার পূর্বাচলে চলমান এ মেলায় জুস ও ড্রিংকস, কনফেকশনারি, স্ন্যাকস, বিস্কুট অ্যান্ড বেকারি, কুলিনারি, মসলা ও ফ্রোজেনসহ বিভিন্ন ক্যাটাগরির পণ্য দিয়ে কয়েকটি প্যাভিলিয়ন ও স্টল সাজিয়েছে প্রতিষ্ঠানটি।

প্রাণ-এর স্টলগুলো বেশির ভাগই মেলার উত্তরদিকে প্রধান ভবনের পেছনে। দর্শনার্থীরা যেন তাদের পছন্দের পণ্য কিনতে পারেন সেজন্য দেওয়া হচ্ছে বিশেষ অফার। পণ্য কিনলে থাকছে সর্বোচ্চ ৩৩ শতাংশ মূল্যছাড়। এছাড়া ৪০টির বেশি আকর্ষণীয় প্যাকেজে পণ্য কিনতে পারছেন আগত দর্শনার্থীরা।

দর্শনার্থীরা যেন এক ছাদের নিচ থেকে প্রাণ-এর সব পণ্য সম্পর্কে ধারণা পেতে পারেন সেজন্য ‘প্রাণ’ নামেই বিশাল একটি প্যাভিলিয়ন করেছে এ শিল্পগ্রুপ। মেলায় উত্তরদিকে মূল ভবনের ঠিক পেছনে এ প্যাভিলিয়নটি অবস্থিত।

বাণিজ্যমেলায় ৫০০ ধরনের খাদ্যপণ্য প্রদর্শন করছে প্রাণ

এ বিষয়ে প্রাণ-এর ডেপুটি জেনারেল ম্যানেজার (মার্কেটিং) মুস্তাফিজুর রহমান বলেন, ‘আমরা দর্শনার্থীদের সুবিধার্থে এক ছাদের নিচে প্রায় সব প্রাণ পণ্য প্রদর্শনের জন্য ১৯ ও ২০ নম্বর প্যাভিলিয়ন একত্র করে প্রাণ নামে একটি প্যাভিলিয়ন করেছি। এ প্যাভিলিয়নে প্রায় ৪০০ ধরনের পণ্য প্রদর্শন করা হচ্ছে। এছাড়া দর্শনার্থীরা যেন সাশ্রয়ীমূল্যে পণ্য কিনতে পারেন সেজন্য মেলা উপলক্ষে সর্বনিম্ন ১০ শতাংশসহ বিভিন্ন ধরনের অফার দেওয়া হচ্ছে।’

মেলা উপলক্ষে প্রায় ৫০টি নতুন পণ্য প্রদর্শন করছে প্রাণ। এসব পণ্যের মধ্যে বিভিন্ন ধরনের ফ্লেভারড চিপস, চকলেট মিল্ক ড্রিংকস, বিস্কুট, নুডলস ও চকলেট।

মেলায় বিভিন্ন ধরনের নুডলস, সস, আচার ও স্যুপ প্রদর্শন করছে মিস্টার নুডলস। এ প্যাভিলিয়ন থেকে দর্শনার্থীরা সরাসরি রেডি টু ইট নুডলস ও স্যুপের টেস্ট নিতে পারছেন। পাশেই কফি হাউজ নামে একটি প্যাভিলিয়ন দেওয়া হয়েছে যেখানে মিলছে জুস, ড্রিংকসসহ প্রাণ-এর বেভারেজ পণ্য। পাশাপাশি প্রাণ গ্রুপের জনপ্রিয় বিস্কুট ব্র্র্র্যান্ড ‘বিস্ক ক্লাব’ নামে মেলার প্রবেশপথের কাছে একটি স্টল দেওয়া হয়েছে যেখানে বিস্কুট ও বেকারি পণ্য দর্শনার্থীদের সামনে তুলে ধরা হচ্ছে।

এ বিষয়ে প্রাণ-আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল বলেন, ‘নতুন পণ্য ও সেবা মানুষের সামনে তুলে ধরার জন্য বাণিজ্যমেলা দারুণ একটি সুযোগ। পূর্বাচলে দর্শনার্থীদের আনাগোনা প্রতিবছরই বাড়ছে। এবার শুরু থেকেই দর্শনার্থীদের ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। প্রত্যাশিত না হলেও বিদেশি ক্রেতাও কিছু আসছেন। সার্বিকভাবে মেলা নিয়ে আমরা আশাবাদী।’

বিএ/জেআইএম



from jagonews24.com | rss Feed https://ift.tt/C1YnzZ4
via IFTTT
Post a Comment (0)
Previous Post Next Post