ক্যারিয়ারের সায়াহ্নে চলে এসেছেন। ইউরোপের ফুটবল ছেড়েছেন। বয়সও ৩৭ পেরিয়েছে। তবু ফিফার বর্ষসেরা মনোনয়নের দৌড়ে আছেন লিওনেল মেসি।
বর্ষসেরা ফুটবলারের পুরস্কার ‘দ্য বেস্ট’-২০২৪-এর মনোনয়ন তালিকা প্রকাশ করেছে ফিফা। ছেলেদের ফুটবলে মনোনীত ১১ খেলোয়াড়ের মধ্যে ভিনিসিয়ুস, রদ্রি, কিলিয়ান এমবাপেদের সঙ্গে নাম আছে মেসির।
এ নিয়ে ‘দ্য বেস্ট’ পুরস্কারে ৯ বারই মনোনয়ন পেলেন আর্জেন্টাইন অধিনায়ক। তিনি সর্বশেষ দুই বছরসহ তিনবার দ্য বেস্ট জিতেছেন। তবে ইন্টার মিয়ামি তারকা ছিলেন না চলতি বছরের ব্যালন ডি’অর পুরস্কারে ৩০ জনের মনোনয়ন তালিকায়।
এবারের ফিফা দ্য বেস্টে বর্ষসেরা ১১ খেলোয়াড় হচ্ছেন জুড বেলিংহাম, কিলিয়ান এমবাপে, ভিনিসিয়ুস জুনিয়র, দানি কার্ভাহাল, আর্লিং হালান্ড, টনি ক্রুস, রদ্রি, মেসি, ফেদেরিকো ভালভের্দে, ফ্লোরিয়ান রিৎজ ও লামিনে ইয়ামাল। এর মধ্যে রদ্রি ব্যালন ডি'অর জিতেছেন।
ছেলেদের বিভাগে বর্ষসেরা কোচের মনোনয়ন পেয়েছেন কার্লো আনচেলত্তি, লিওনেল স্কালোনি, লুই দে লা ফুয়েন্তে, পেপ গার্দিওলা ও জাবি আলোনসো।
ফিফা জানিয়েছে, মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে খেলোয়াড়দের ২০২৩ সালের ২১ আগস্ট থেকে ২০২৪ সালের ১০ আগস্ট সময়ের পারফরম্যান্স বিবেচনায় নেওয়া হয়েছে।
এমএমআর/জিকেএস
from jagonews24.com | rss Feed https://ift.tt/FTdm31g
via IFTTT