লাইনচ্যুত বগি উদ্ধার, ট্রেন চলাচল স্বাভাবিক

রাজধানী ঢাকার টঙ্গী-বিমানবন্দর সেকশন এলাকায় লাইনচ্যুত মালবাহী ট্রেনের বগির উদ্ধার কাজ শেষ হয়েছে। এখন দুইটি লাইন দিয়েই ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

সোমবার (২৫ নভেম্বর) বেলা ১১ টা ২০ মিনিটে উদ্ধার কাজ শেষ হয়। কমলাপুর রেলওয়ে স্টেশন মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজ সকালে টঙ্গী-বিমানবন্দর সেকশন এলাকায় মালবাহী ট্রেনের ৩টি বগি লাইনচ্যুত হয়েছিল। উদ্ধার কাজ শেষ হয়েছে। বর্তমানে দুইটি লাইন দিয়েই ট্রেন চলাচল করছে।

এর আগে সকালের দুর্ঘটনায় রেলের একটি লাইন বন্ধ হয়ে যায়। বাকি একটি লাইন দিয়ে ট্রেন চলাচল করছিল। এতে কমলাপুর থেকে ট্রেন ছাড়তে কিছুটা দেরি হচ্ছিল।

দেরিতে ট্রেন ছাড়ার বিষয়ে স্টেশন মাস্টার বলেন, একটি লাইন বন্ধ থাকার কারণে স্টেশন থেকে ট্রেন ছাড়তে দেরি হচ্ছিলো। যেহেতু এখন দুইটি লাইন চালু হয়েছে,আশা করছি দ্রুতই সমস্যার সমাধান হয়ে যাবে।

এনএস/এসআইটি/জিকেএস



from jagonews24.com | rss Feed https://ift.tt/BRnVFg0
via IFTTT
Post a Comment (0)
Previous Post Next Post