অবশেষে বহুল প্রতিক্ষিত উইকেটের দেখা পেল বাংলাদেশ। বাংলাদেশকে প্রথম ব্রেকথ্রু এনে দিলেন তাইজুল ইসলাম। ১৮তম ওভারের প্রথম বলে তাইজুলকে উড়িয়ে মারতে গিয়েছিলেন এইডেন মার্করাম। কিন্তু প্রোটিয়া ওপেনার ধরে পড়ে গেলেন মুমিনুল হকের হাতে।
৫৫ বলে ৩৩ রান করে সাজঘরে ফেরত যান মার্করাম।
বাংলাদেশ অবশ্য ইনিংসের প্রথম উইকেটটা পেতে পারতো আরও আগেই। হাসান মাহমুদের বলে ডি জর্জি ব্যাটের বাইরের কানায় লেগে বল গিয়েছিল অভিষিক্ত উইকেটরক্ষক মাহিদুল ইসলাম অঙ্কনের পাশ দিয়ে। ডানদিকে ঝাঁপিয়ে পড়লেও ক্যাচটি নিতে পারেননি মাহিদুল।
এই প্রতিবেদন লেখার সময় দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ২০ ওভারের খেলা শেষে ১ উইকেটে ৭৭ রান। ত্রিস্টান স্টাবস ৫ আর টনি ডি জর্জি অপরাজিত আছেন ৩৫ রানে।
মঙ্গলবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং বেছে নেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করাম।
বাংলাদেশ একাদশ:
সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, মমিনুল হক, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, জাকির হাসান, মাহিদুল ইসলাম (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, নাহিদ রানা, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ।
দক্ষিণ আফ্রিকা একাদশ
এইডেন মার্করাম (অধিনায়ক), টনি ডি জর্জি, ত্রিস্টান স্টাবস, ডেভিড বেডিংহাম, রায়ান রিকেলটন, কাইল ভেরেইনে (উইকেটরক্ষক), সেনুরান মুথুসামি, উইয়ান মুলদার, কেশব মহারাজ, ডেন পিটারসন, কাগিসো রাবাদা।
এমএইচ/জেআইএম
from jagonews24.com | rss Feed https://ift.tt/7PcvXNU
via IFTTT