কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পানিতে ডুবে পৃথক দুই স্থানে দুইজনের মৃত্যু হয়েছে। এরমধ্যে একজন নদীতে ও অন্যজন পুকুরে ডুবে মারা যান।
স্থানীয়দের বরাত দিয়ে শিলখুড়ি ইউনিয়ন পরিষদের সদস্য ছুরমান আলী জানান, শনিবার (১ মার্চ) বিকেলে ওই ইউনিয়নের উত্তর ধলডাঙ্গা গ্রামের আলমগীর হোসেনের ছেলে রায়হান মিয়া (১১) গদাধর নদীতে গোসল করতে গিয়ে ডুবে নিখোঁজ হয়। এসময় স্থানীয়রা তাকে খোঁজাখুঁজি করে তার মরদেহ উদ্ধার করে।
অপরদিকে পাইকেরছড়া ইউনিয়ন পরিষদ সদস্য হারুন অর রশিদ বলেন, একই ইউনিয়নের চারমাথা এলাকার বাসিন্দা ও বাকপ্রতিবন্ধী বছির উদ্দিন ওরফে নেমসু পাগলা (৬৫) দুপুরে বাড়ির পাশে পুকুরে গোসল করতে নেমে ডুবে যান। স্থানীয় এক ব্যক্তি তাকে পানিতে ডুবে যেতে দেখেন। পরে তাকে উদ্ধার করা হলেও ততক্ষণে তিনি মারা যান।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ পানিতে ডুবে দুই জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে পৃথক দুটি ইউডি মামলা রুজু করা হয়েছে।
এফএ/এমএস
from jagonews24.com | rss Feed https://ift.tt/Lj9WJ0p
via IFTTT