রাজধানীর যাত্রাবাড়ীতে একটি বাসায় বাকপ্রতিবন্ধী এক শিশুসহ দুই বোনকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় রেজাউল করিম নামের একজনকে আটক করেছে পুলিশ।
ধর্ষণের শিকার এক শিশুর বয়স ৮ ও অন্যজনের ১৬। তারা আপন দুই বোন। এদের মধ্যে একজন বাকপ্রতিবন্ধী।
বুধবার (২৯ জানুয়ারি) রাতে এ ঘটনা ঘটে। পরে অসুস্থ অবস্থায় দুই শিশুকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। তাদের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।
দুই শিশুর মা বলেন, যাত্রাবাড়ীর গোলাপবাগ বউবাজারের একটি বাসায় ভাড়া থাকি। রাতে আমার দুই মেয়ে বাসায় ছিল। এরমধ্যে ১৬ বছরের মেয়েটা বাকপ্রতিবন্ধী। ওর বাবাও বাসায় ছিল না। আমি ফুটপাতে পিঠা বিক্রি করি। রাতে পিঠা বিক্রিতে ব্যস্ত ছিলাম।
তিনি বলেন, এই সুযোগে রাতে ওই বাসার ভাড়াটিয়া রেজাউল করিম আমার বাসায় গিয়ে দুই শিশুকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে আমি খবর পেয়ে বাসায় এসে দুই মেয়েকে অসুস্থ অবস্থায় দেখতে পাই।
এ বিষয়ে যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক জসিম উদ্দিন বলেন, এ ঘটনায় রেজাউল করিম নামের একজনকে আমরা আটক করেছি। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, যাত্রাবাড়ী এলাকা থেকে দুই শিশু ঢাকা মেডিকেলে এসেছে। তাদের মধ্যে একজন বাকপ্রতিবন্ধী। দুজনকে ভর্তি দেওয়া হয়েছে।
কাজী আল-আমিন/বিএ/জিকেএস
from jagonews24.com | rss Feed https://ift.tt/YXzHUMt
via IFTTT